আসামে পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার

আসামে পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার
ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামে চার নারীসহ পাঁচ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। বুধবার আসামের করিমগঞ্জ জেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) বলছে, করিমগঞ্জ জেলা থেকে পাঁচ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজন নারী রয়েছেন। পরে এই বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানো হয়েছে। কর্তৃপক্ষ বলছে, ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করেছে আসাম পুলিশ। প্রতিবেশি ত্রিপুরা রাজ্য থেকে করিমগঞ্জে প্রবেশের চেষ্টার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

আন্তর্জাতিক

পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.